আপনার ফাইভার একাউন্ট কেন নষ্ট হয়ে যাচ্ছে?
ইদানিং দেখা যাচ্ছে সবাই সাপোর্ট এসে মেসজ দিয়ে বলছেন যে আপনাদের ফাইভার একাউন্ট এপ্রুভ করছে না, বা গিগ পাবলিশ করার করার পরও আপনাদের সেলার একাউন্ট ডিজএপ্রুভ করে দিচ্ছে।
এর কারন হচ্ছে ফাইভার থেকে কিছু স্প্যামার ফেক মেসেজ দিচ্ছে, মেসেজ দিয়ে বলছে একাউন্ট ভেরিফাই করার জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এড করার জন্য।
এটা সম্পূর্ণ ভুয়া, আপনারা যদি এদের ফাদে পা দেন তাহলে আপনাদের একাউন্ট কেউ বাচাতে পারবে না।
এদের মেসেজ এর কিছু নমুনা:
এই ধরনের মেসেজ দেখলে সাথে সাথে ব্লক দিয়ে দিন, এবং ঐ একাউন্ট এ রিপোর্ট মেরে দিন।
এদের ফাদে পা দেওয়ার জন্য যদি আপনার একাউন্ট একবার রিজেক্ট করে দেয়, তাহলে সেটা আর পুনরায় এপ্রুভ পাবেন না।
তাই সবাই সতর্ক থাকুন, এবং সাবধানতা অবলম্বন করে ফাইভার একাউন্ট টি পরিচালনা করুন।
ধন্যবাদ সবাইকে।